নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মমাস উপলক্ষে, মোস্তফা আশীষের এক মাসে এক লাখ ভোটারকে বিনামূল্যে সেবা দেওয়ায় সংবাদ সম্মেলন।যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মমাস উপলক্ষে সেপ্টেম্বর মাসে সরকারের উন্নয়ন বার্তা ভোটারদের কাছে পৌঁছানো আর স্মার্ট এনআইডি কার্ড বিতরণে বিনামূল্যে সেবা ক্যাম্পের মাধ্যমে সেবা কার্যক্রম শুরু করেন জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম। এক মাসে তিনশ’ সাত জন স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান করে ৭৬টি বিনামূল্যে সেবা ক্যাম্প থেকে এক লাখ দুই হাজার আটশ’৩২ টি টোকেন প্রদান, ৬০ হাজার দুইশ’২৭টি লেমোনেটিং, ৮০ হাজার লিফলেট বিতরণ করেছেন। কার্যক্রম সফল করতে নিজ উদ্যোগে ১২ দিন দুইটা করে ২৪টি প্রচার মাইক স্মার্ট কার্ড বিতরণের সময় সূচি প্রচার করেছেন মোস্তফা আশীষ ইসলাম। এক মাসে এক লাখ ভোটারদের সেবা প্রদানের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় সংবাদ সম্মেলন করেন তিনি। রোববার বেলা ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার ডিজিটাল প্রচারণা আর বিনামূল্যে সেবা ক্যাম্পের তথ্য উপস্থাপন করেন।সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম জানান, ২০১৬ সালের ২রা অক্টোবর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। ঐ সময় তিনি ভোটারসহ নাগরিকদের মাঝে তার সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরার আহবান জানান। সে নির্দেশনা মোতাবেক আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সহযোগিতায় ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় তথ্য ভান্ডার তৈরী করেন মোস্তফা আশীষ ইসলাম।২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চৌগাছা উপজেলার স্মার্ট কার্ড বিতরণ প্রচারণায় সহযোগিতার জন্য তিনি চলতি বছরের ২রা মার্চ ৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন কমিশন ও চৌগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মননা প্রাপ্ত হন। ৪ঠা মার্চ থেকে চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার ৩১ হাজার নতুন ভোটারদের শুভেচ্ছাপত্র, স্মারক উপহার বিলি, ও ডিজিটাল প্রচারণার মাধ্যমে শেখ হাসিনা সরকারের উন্নয়ন বার্তা প্রচার শুরু করেন মোস্তফা আশীষ ইসলাম।সেই ধারাবাহিকতায় চলতি বছরের ১৮ মার্চ ঝিকরগাছা উপজেলায় শুরু করেন নতুন ভোটারদের শুভেচ্ছাপত্র বিলি কার্যক্রম যা এখনো চলমান রয়েছে। শোকের মাস আগস্টের ১২ তারিখ থেকে শুরু করেন স্মার্ট এনআইডি কাড বিতরণে সেবা প্রদানের প্রস্তুতি সভা। ঝিকরগাছা কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে কর্মকান্ডের রুটম্যাপ প্রস্তুত করেন তিনি। সে মোতাবেক ১৭ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চালান ঝিকরগাছার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার তথ্য সংগ্রহের কাজ। ২৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক মর্যদা বৃদ্ধির জন্য জনস্বার্থে কাজ করার আহবান জানালে স্বপ্রণোদিত ভাবে ৫৬ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করায় তাদের নিয়ে শুরু করেন বিনামূল্যে ভোটারদের এনআইড কার্ড প্রাপ্তির সেবা ও উন্নয়ন প্রচারণা।
১লা ও ২ রা সেপ্টেম্বর স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেন তিনি। ৩ সেপ্টেম্বর থেকে অদ্যাবধির পর্যন্ত বিনামূল্যে এ সেবা কার্যক্রম চলমান রেখেছেন। এছাড়া তার মাইকিং, লিফলেট বিতরণ, ব্যনার, পোস্টার, হোয়াটসঅ্যাপে তথ্য প্রদান ও ভোটার বরণ কার্যক্রম চলমান। ৯ সেপ্টেম্বর ঝিকরগাছায় স্মার্ট এনআইড কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আহসান হাবিব খান।। সে সময় মোস্তফা আশীষ ইসলামের কার্যক্রমের প্রশংসা করেন।সেপ্টেম্বরের ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত ঝিকরগাছা পৌরসভা, ১৪ থেকে ১৮সেপ্টেম্বর ঝিকরগাছা ইউনিয়ন, ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর গঙ্গানন্দপুর ইউনিয়ন, ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর মাগুরা ইউনিয়ন, ২৮ সেপ্টেম্বর থেকে ১ লা অক্টোবর শিমুলিয়া ইউনিয়ন, ২রা অক্টোবর থেকে ৫ অক্টোবর গদখালী ইউনিয়ন, ৭ অক্টোবর থেকে পানিসারা ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে এবং কার্যক্রম চলমান আছে।এ সময়ের মধ্যে তিনশ’ সাত জন স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান করে ৭৬টি বিনামূল্যে সেবা ক্যাম্প থেকে এক লাখ দুই হাজার আটশ’৩২ টি টোকেন প্রদান, ৬০ হাজার দুইশ’২৭টি লেমোনেটিং, ৮০ হাজার লিফলেট বিতরণ করেছেন। কার্যক্রম সফল করতে নিজ উদ্যোগে ১২ দিন ২টা করে প্রচার মাইক স্মার্ট কার্ড বিতরণের সময় সূচি প্রচার করেছেন মোস্তফা আশীষ ইসলাম।এছাড়া প্রতি জুমায় স্ব স্ব এলাকার মসজিদে ইমাম বরাবর পত্রের সাথে লিফলেট, মাইকিংয়ের মাধ্যমে বিতরণ কেন্দ্র ও ফ্রি টোকেন এর জন্য বিনামূল্যে সেবাকেন্দ্র, প্রতিটি ইউনিয়নে ব্যানার স্থাপন, ভোটারদের গোলাপ ফুল, চকলেট ও পানি পানের মাধ্যমে বরণ এবং প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে সেবা ক্যাম্প নির্বাচন কমিশনের সিডিউল অনুযায়ী প্রচারণা ও সেবা এবং একই সাথে চালিয়ে যাচ্ছেন এস এম এস, হোয়াটস এ্যাপ ও ভয়েস কলে উন্নয়ন প্রচারণা।সংবাদ সম্মেলনে তিনি জানান তার এ কার্যক্রমের মূল লক্ষ্য ঝিকরগাছা উপজেলার কমপপক্ষে দেড় লাখ ভোটারদের প্রতক্ষ্য ও পরোক্ষভাবে বিনামূল্যে স্মার্ট এনআইডি সেবা দেওয়া,সম্মানিত ভোটারদের মাঝে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে হয়রানি মুক্ত করা। সর্বপরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা প্রচার করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিনামূল্যে সেবাক্যাম্পের স্বেচ্ছাসেবী ঝিকরগাছার নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, ফারুক হোসেন, হাসিব হোসেন ও আকিব বেনইয়ামিন প্রমুখ
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট