কলকাতার প্রতিনিধি- আসাদ আলী, দৈনিক খবর পদ্মা সেতুঃ
গত ৮/ ১০/ ২০২৩ তারিখ রবিবার দমদম নাগেরবাজার কিশোর ভারতী স্কুলের সন্নিকটে ২৬ আনন্দমোহন বোস রোড, মতিঝিল, দমদম ৭৪ এ জনস্বার্থে আরো উন্নয়নের ও স্বল্প মূল্যের বিনিময়ে আরো কি কি ও কত ভাবে সাধারণ মানুষের স্বাস্থ্য কে আরো সুস্থ্য সবল ও নীরোগ রাখা যায় তার লক্ষ্যে এক ঝাঁক ইলেকট্রোমিওপ্যাথিক চিকিৎসক তাঁদের ভাব- ভাবনা ও মত বিনিময় ও উক্ত কাউন্সিলের প্রকাশ্য সভার উদ্যোগ ও আয়োজনে সকাল ১১ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত এক প্রকাশ্য অনুষ্ঠানে সম্মিলিত হন। উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট ডাক্তার এস কে মল্লিক, সেক্রেটারি ডাক্তার এস আরি, রেজিস্টার ডাক্তার এ কুণ্ড, ইন চার্জ ডাক্তার এ কে কুন্ডু, চিফ গেস্ট ডাক্তার কে ভট্টাচার্য, ডাক্তার সেখ আসাদ আলী, ডাক্তার সার্থক মাইতি, ডাক্তার মৃদুল দাস, ডাক্তার সোমনাথ দাস, ডাক্তার পল্লব দাস, ডাক্তার প্রসেনজিৎ সাউ, ডাক্তার অমিত পুরকায়স্থ, ডাক্তার রাজীব বর্মন, ডাক্তার বরোজা গোপাল, ডাক্তার জয়শ্রী জানা, ডাক্তার আশিষ জানা,
প্রদীপ প্রজ্জলন ও ডাক্তার কাউন্ট সীজার মেট্টির প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংগীত দিয়ে হয় সভার সূচনা। এক এক করে ব্যাচ করিয়ে ও ফুল দিয়ে বরণ করা হয় প্রতিটি ডাক্তার বাবুকে।
বক্তব্য রাখেন ডাক্তার এস কে মল্লিক, ডাক্তার এস আরি, ডাক্তার এ কুন্ডু, ডাক্তার এ কে কুন্ডু, ডাক্তার কে ভট্টাচার্য, ডাক্তার শেখ আসাদ আলী,এঁরা সবাই জনস্বাস্থ্য কে লক্ষ্য রেখে স্বল্পমূল্যে যাতে সুচিকিৎসা দেয়া যায়, এবং বিভিন্ন খাদ্যদ্রব্যে ভেজাল ও ইংরেজি দাওয়াই তথা অ্যালোপ্যাথি র পার্শ প্রতিক্রিয়া থেকে সাধারণ মানুষ কে কিভাবে রক্ষা করা সম্ভব তার সুদীর্ঘ আলোচনা করেন।
সঞ্চালনায় ছিলেন ডাক্তার এস আরি। এই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য প্রত্যেককে সংস্থার সার্টিফিকেট প্রদান করা হয়।
####################
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট