ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধ :
বাঞ্ছারামপুরে জমির আইল কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রবাসী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে ফসলি জমিতে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তারা।মৃত দু’জন হলেন– অলেক মিয়ার ছেলে কাতার প্রবাসী আল-আমিন (২৮), হেলো মিয়ার ছেলে সৌদি প্রবাসী আবুল হোসেন (২৭)। সম্পর্কে তারা চাচাতো ভাই।বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।স্থানীয়রা জানান, শান্তিপুর গ্রামে মঙ্গলবার দুপুরে আল আমিন ও আবুল হোসেন আইল কেটে জমি থেকে পানি নামানোর জন্য মাঠে যান। এর পাশেই একটি পরিত্যক্ত ঘরের বিদ্যুতের তার জমির পানিতে পড়ে ডুবে ছিল। জমির পানি নামানোর জন্য মাঠে নামার সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত হন তারা।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে দু’জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট