কলমেঃ প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
(আইন বিভাগ,ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া)
(সুত্রঃ ফাতেমা জান্নাত সুনন্দিনী, রামপাল,বাগেরহাট-কে উৎসর্গীত)
তোমার নয়নে আমার নয়ন যদি যায় মিশে-
ভুলে যাবো বেদনা-যাতনা সবই এক নিমেষে,
কথা যদি বলো তুমি একটু ওগো প্রাণ খুলে-
জীবনের শুণ্যতা না পাওয়া ব্যাথা যাবো ভুলে!
খুঁজেছি তোমাকে কত হয়নি আকাঙ্খায় দেখা-
হবে দেখা এত দিন পরে হয়তো ছিলো তা লেখা,
হয়তো হবে বসবাস তোমার মনের আমার হৃদয়ে-
শত বিষাদে হরষে একে অপরের প্রীতি প্রণয়ে…
তোমার কথা ভেবেছি লিখেছি এঁকেছি কাব্যে তা-
তুমি সুকেশিনি সুহাসিনি তুমি তো প্রেমের কবিতা,
তোমার চোখে কাজলে বিশ্ব মানচিত্র আঁকা যায়-
এক নজর দেখলে তোমায় মরু বুক সজীবতা পায়!
তুমি এ হৃদয়ের বাঁচার অক্সিজেন প্রচ্ছাদিত আবরন-
তুমি নিবিড় প্রত্যাশায় আমরন কাল একান্ত আপন,
তোমাকে দেখতে চায় এই মন ত্রিনয়নে অনাদিকাল-
এ প্রসন্ন বুকে হোক তোমার সন্ধ্যা রাত্রি দুপর সকাল!
প্রচ্ছাদিত প্রানে আবির্ভূত হও আমার বিদগ্ধপ্রানে-
তোমাতেই আবদ্ধ রবো আমৃর্ত্যুকাল বিমুদ্ধ ধ্যানে,
তোমাকে বেঁধেছি আহ্লাদে আদরে এ হৃদয়ে আমার-
থেকো রেখো হৃদয়ে ভালোবেসে সংস্পর্শে তোমার……
(অলংকরনের তারিখঃ ১১ অক্টোবর’২০২৩ ঈশায়ী,
দুপরঃ ১২:৩০_০১:০০,
মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ, চাটমোহর,পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট