যশোরের চৌগাছা উপজেলায় ফুলসারা গ্রামে বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে। জানা গেছে ধান রোপণ করার সময় সেলিম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ফুলসারা ইউনিয়নের বারুইহাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে।বুধবার বেরা ১১ টার দিকে বারুইহাটি গ্রামের মাটে দাউদ হোসেনের ধান ক্ষেতে ধান রোপণ করার সময় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,সকাল থেকে ৮-১০ জন দাউদ হোসেনের ধান ক্ষেতে ধান রোপণ করার সময় ১০ টার সময় বৃষ্টি শুরু হয়। পরে ১১ টার দিকে বৃষ্টি জোরে ও বজ্র হতে থাকলে সকলে দৌড়ে চলে যেতে লাগে,এসময় বজ্রপাত হরে সেলিম মাটিতে পড়ে যায, গ্যান হারিয়ে ফেলে। পরে বাকি লোকজন এসে দেখতে পেযে গ্রামের লোকজনকে খবর দিরে তারা এসে দেখে সেলিম মারা গেছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট