পাবনা থেকে এস এম মনি সরকার:
আজ ১৩ ই অক্টোবর ২০২৩ ইং, মাটির মা ফাউন্ডেশনের উদ্দোগ্যে এম জাহাঙ্গীর ফিরোজ এর নেতৃত্বে, আবদুস সাত্তার, মোঃ দায়েন, মিস সাবিনা ইয়াসমিন সহ অনেকের সহযোগিতায় পাবনা জেলায়, মাটির মা ফাউন্ডেশনের পাবনা জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি বর্গের নাম এবং পদবী নিম্নে দেওয়া হলোঃ-
১. সভাপতি : এম জাহাঙ্গীর ফিরোজ
২.সহ সভাপতি :১.অধ্যক্ষ আবু দায়েন সরকার
২. আব্দুস ছাত্তার
৩. মো: নুরুল ইসলাম
৩. সেক্রেটারী : মো: আবু সাইদ ফরহাদ
৪. সহকারি সেক্রেটারি : ১.মোহাম্মদ আলীকে ক্লে
২. মোছা: পারুল খাতুন
৫.কোষাধক্ষ্য : আবুল কালাম আজাদ।
৬. সাংগঠনিক সম্পাদক : এস এম মনি সরকার
৭. আইন বিষয়ক সম্পাদক : প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
৮.দপ্তর সম্পাদক : আবির হোসেন খোকন।
৯. প্রচার সম্পাদক : সুলতান মাহমুদ
১০.সাহিত্য বিষয়ক সম্পাদক : মোছা: সাবিনা ইয়াসমিন
১১.সংস্কৃতি বিষয়ক সম্পাদক : কিশোর আহমেদ
১২.ধর্ম বিষয়ক সম্পাদক : মো: হাবিবুল্লাহ
১৩.নারী কল্যাণ বিষয় সম্পাদক : মোছা: রহিমা আক্তার ঋতু
১৪.শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক ; মোছা: আমেনা খাতুন।
১৫.স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : ডা: আব্দুল মালেক।
প্রমুখ উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট