উম্মে কুলসুম ম্যাডাম সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন।
এস এম আকাশঃ(পাবনা থেকে)
পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘হিড়িন্দা দাখিল মাদ্রাসা’র সহকারী মৌলভী ম্যাডাম উম্মে কুলসুম (৫৫) দীর্ঘ দিন অসুস্থ থাকার পরে সিরাজগঞ্জের এনায়েতপুরস্থ খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে আজকে দুপরে ইন্তিকাল করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
তিনি সুদীর্ঘ ৩২ বছর যাবৎ মরহুম কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার প্রতিষ্ঠিত হিড়িন্দা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন।
গত ২০২১ সালে তার দুরারোগ্য ক্যান্সার ধরা পড়ে।
তিনি কেমো থেরাপী নিচ্ছিলেন।
আজকে ১৩ অক্টোবর দুপর নাগাদ তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন।
আজ ১৩ অক্টোবর ২০২৩ বাদ এশা চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের খতবাড়ী গোরস্থান মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে রাত সাড়ে আটটায় কবরস্থ করা হয়।
তিনি ব্যক্তি জীবনে তিন সন্তানের জননী।এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
তার স্বামী মোঃ রফিজুল ইসলাম চাটমোহর উপজেলার বাঙ্গালা হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
মরহুমার স্বামী সন্তানেরা এবং ম্যাডামের ছাত্র-ছাত্রীসহ এলাকার আপামর জনসাধারন শোকে আচ্ছন্ন হয়ে গেছেন।
পরিবারের পক্ষ সকলের কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোওয়া প্রার্থনা করা হয়েছে।
শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দান করেছেন
ম্যাডামের সাবেক ছাত্র বিশিষ্ট কবি সাংবাদিক গবেষক ও মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
(সভাপতি- গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখা,পাবনা)
মোঃ আবুল বাশার রানা
অ্যাডভোকেট, পাবনা জজ কোর্ট।
এস এম মনি সরকার, বার্তা সম্পাদক, দৈনিক খবর পদ্মা সেতু।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট