এস এম আকাশঃ স্টাফ-রিপোর্টার___
পাবনা জেলার চাটমোহর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম আনন্দ (৪৬) আজ শনিবার ১৪ অক্টোবর ২০২৩ ইং সকাল ৯:০০ ঘটিকার সময় নিজ বাড়ীতে বার্থ রুমে অজু/গোসল করতে গিয়ে সকলের অজ্ঞাতসারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলাধীন মুলগ্রাম ইউনিয়নের সন্তোষপুর গ্রামের সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করার পরে সাদা মাটা ও স্বাভাবিক জীবন যাপন করতেন। এলাকার সকল শ্রেনী পেশার মানুষের কাছে আমাদের আনন্দ নামে পরিচিত ছিলেন।
তার পিতা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেই সুবাদে তিনি মুরুব্বীদের কে যথেষ্ঠ সম্মান করে চলতেন ও বলতেন আমি যেনো আমার বাবার মত হতে পারি!
ঘটনা চক্রে জানা যায় যে, আজ সকালে জাহাঙ্গীর আলমের চাচীর জানাযা সকাল ১০:০০ অনুষ্ঠিত হবে, সেই সুত্রে বার্থ রুমে অজু/গোসল করতে গিয়ে মরহুম আনন্দ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আল্লাহর ডাকে সাড়া দেন!
তিনি ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, চাটমোহর উপজেলা শাখা,পাবনা-র সহ-সভাপতি দায়িত্ব পালন করেন।
তিনি সদালাপী হিসেবে লোকের সাথে মিশেছেন ও পাশে বসেছেন।
তার মৃর্ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি মৃর্ত্যুকালে পনের বছর বয়সী এক পুত্র সন্তান ও স্ত্রী
রেখে গেছেন।
তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে বিনীত ভাবে দোওয়া প্রার্থনা করা হয়েছে।
আজ রাত সাড়ে আটটার সময় মুলগ্রাম ইউনিয়নের সুঁইগ্রাম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জানাযা নামাজ শেষে সুঁইগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে দাদা ও পিতার কবরের পাশে মরহুমকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
মরহুম জাহাঙ্গীর আলম আনন্দের মৃর্ত্যুতে চাটমোহর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য, চাটমোহর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন,
পাবনা জেলার বিশিষ্ট কবি সাংবাদিক, কলামিস্ট-গবেষক ও মানবাধিকার কর্মী
এস এম মনিরুজ্জামান আকাশ
(গ্রিনপিস বাংলা,পাবনা জেলা শাখা), চেতনায় বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক
মুন্সী মুহাম্মদ হযরত আলী (সাধারণ সম্পাদক, গ্রিনপিস বাংলা,পাবনা জেলা শাখা),
মাটির মা ফাউন্ডেশন, পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস এম মনি সরকার
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোওয়া প্রার্থনা করেছেন এবং
শোক সন্তোপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট