আল-হুদা মালী সাতক্ষীরা (শ্যামনগর) প্রতিনিধিঃ
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ভালো নেই মায়াবি চিত্রা হরিণ। বন্য এ প্রাণীটি চোরা শিকারি ও পাচারকারীদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে।বন্যপ্রাণী শিকার আইন প্রণয়নের পরও বন্ধ হচ্ছে না সুন্দরবনের হরিণ শিকার।
শনিবার ১৪ অক্টোবর রাত ৯টার সময় বুড়িগোয়ালিনীতে হরিণের মাংস সহ দুই চোরা শিকারী কে আটক করেছে বনবিভাগের সদস্য ও সিপিজির সদস্যরা।
গোপন সাংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী, দাতিনাখালী হুলা এলাকা থেকে মাংস সহ দুই জনকে আটক করেছে বলে জানান বনবিভাগ। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী দাতিনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে শামীম শেখ( ৩০) ঐ গ্রামের জব্বার গাজীর ছেলে ইসমাইল(৩১)
এ বিষয়ে সিপিজির সাবেক সভাপতি ইসমাইল সানার কাছে জানতে চাইলে তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আনুমানিক ২৫-৩০ কেজি মত হরিণের মাংস সহ তাদেরকে আটক করেছে।
এ বিষয়ে স্টেশন কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি হরিণের মাংস সহ দুইজনকে আটক করা হয়েছে। আগামীকাল রবিবার সকালে বন্যপ্রাণি নিধন আইনে মামলা দিয়ে তাদেরকে সাতক্ষীরা আদালতে পাঠানো হবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট