পারভেজ মোশারফ,স্টাফ রিপোর্টার:
‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরগঞ্জে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস।
বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য চালানো এটি একটি প্রচারণামূলক দিবস। দিবসটির সূচনা ২০০৮ সাল থেকে। ঐ বছর ১৫ অক্টোবর সুইডেনের স্টোকহোমে বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি পালন করা হয়। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুধু হাত ধোয়ার অভ্যাস না থাকায় বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অন্যান্য জীবাণু হাতের মাধ্যমে খাদ্যের সঙ্গে আমাদের দেহে প্রবেশ করে নানা রোগ বাধায়।
সুন্দরগঞ্জের জনসাস্থ্য প্রকৌশলী অফিসার বলেন,,,জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসম্মত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা অপরিহার্য। ডায়রিয়া ও পানিবাহিত নানা রোগ থেকে রক্ষা পেতে স্যানিটেশন ব্যবস্থা ও সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস খুবই জরুরি।
উক্ত দিবসে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,আরডিআরএস বাংলাদেশ,ফ্রেন্ডশিপ সহ বিভিন্ন এনজিও কর্মী।
আরো বক্তব্য রেখেছেন কৃষি অফিসার,সহকারী শিক্ষা অফিসার সহ জ্ঞানী ব্যাক্তিবর্গ।
দিবসটি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী র মাঝে হাত ধোয়ার নিয়ম কানুন বিষয়ে প্রাক্টিক্যালি দেখিয়ে দেওয়া হয়।
হাত ধোয়ার বিষয়ে পরিবারের সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানিয়ে এই দিবসের সমাপ্তি সেখানেই শেষ করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট