কলমেঃ সাবিহা মোস্তফা
প্রেম, অমরালয়, অনন্ত
যত রুপ ধরনীকে ঘিরে
মেঘ ঘিরেছে পাহাড়
কুয়াশা ঢেকেছে আদিত্য!
এ পথে যেন,
থেমে আছে কতকাল!
এ পথ, নিঃশেষ হবার নয়……
এখানে ফাগুনে- আগুন নেই
আছে প্রশান্তির প্রনয়।
তুমি আসলে যখন
হাতে নিয়ে আতশ সুগন্ধি
কেটে গেছে মনস্তাপ
আকাশ ছড়ায় নিলিমা
সিগ্ধ বাতাসের কোলে-
ঝরে…যায়….অবাক পূর্ণিমা!
পথটা ভিজা, আদ্রতায়
পাতার পালক লেপ্টে, সে পথে…
মায়াভরা বৃক্ষের ছায়ে –
সে এক অনির্দেশ্য বিস্ময় !!!
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট