কলমেঃ প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
(চলনবিল,পাবনা)
নগ্ন বিকৃত এই ক্ষুদ্র ধরাধাম-
পৃথিবী বা বিশ্ব জগৎ এর নাম,
এখানে আছি আমি একজন নরাধম-
কখনো আশরাফ আমি কখনো অধম!
যে যা চায় যথা ইচ্ছা ইহ জগতে-
হয়না কভুও তা হয়ে নিজের হতে,
আমার জীবন জর্জরিত; আমি হতভাগা তাই-
করি আশা সকলের ভালোবাসা ও স্নেহ চাই।
ভাগ্যহত আমি যে আমার সাধারন জীবনে-
বাঁধা এসে দাড়ায় অবধি কাল সামনে,
তবুও সাধনায় থাকি ভবে বাঁচার কারনে-
যদিও এই জীবন লাঞ্ছিত হয় ভূবনে।
চাইনা আমি কামনায় এমন গঞ্জিত প্রাণ-
যেথায় আছে শুধু অপবাদের জয়গান,
চাইনা চেয়েও লাঞ্ছিত জীবন করতে গঠন-
লড়ে যাবো আত্মবলয়ে সদা ন্যায়ে আজীবন ।
ওগো মাবুদ করো মহৎ জীবনে চলার পথে প্রাণে-
ভাগ্যহত জীবন নিয়ে চলি যেনো সত্য ন্যায়ের সন্ধানে,
ভাগ্য করো সুপ্রসন্ন তেজোদীপ্ত করো এই ভীকি মন-
আর যেনো না উচ্চারন করি আমার হতভাগা জীবন……
(লেখার তারিখ:২০শে মার্চ ২০০১ ঈশায়ী, রাতঃ ১১:০০_১১:২০, চাটমোহর,পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট