আহসান হাবীব নাহিদ
স্টাফ রিপোর্টার :
সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
শেখ রাসেল দীপ্তিময়,নির্ভীক নির্মল দুর্জয় এই প্রতিপাদ্য কে সামনে রেখে ১৮ অক্টোবর সকাল ৯টা ৩০মিনিটে শেখ রাসেলে এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
এসময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন কক্ষে বড় পর্দায় শেখ রাসেল দিবস উপলক্ষে নির্মিত থিম সংগীত ও অডিও ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়।
পরে উপজেলা প্রশাসন ও পরিষদ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মাহবুবুল আলম বসুনিয়ার সঞ্চালনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট