আহাসান হাবীব নাহিদ
স্টাফ রিপোর্টার :
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ, বিতরণ প্রকল্পের আওতায় ব্রি ধান -৭৫ প্রদর্শনীর মাঠ দিবস উদযাপন করা হয়েছে।
১৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিচপাড়া গ্রামের হাসানপাড়া ব্লকে কৃষক রুবেল মিয়ার বাড়ীর উঠানে “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ধাপেরহাট ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মাহবুবুল আলম বসুনিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সাঈদ সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুল্লাহ আল গালিব, ধাপেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লাবলু প্রমূখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক কৃষাণী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
আলোচনা সভায় বক্তারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ, বিতরণ প্রকল্পের আওতায় ব্রি ধান -৭৫ সম্পর্কে অবহিত করেন। এবং কৃষি বান্ধব কৌশলে নিরাপদ ফসল উৎপাদনে কৃষকদের প্রতি আগ্রহ বাড়াতে আহবান জানান।
মাঠ দিবসে কৃষক সাইফুল ইসলামের ব্রি ধান-৭৫ এর নমুনা শষ্য কর্তন শেষে এতে ১শতাংশ জমিতে ২১কেজি ৪ গ্রাম ধান পাওয়া যায় সে অনুযায়ী ব্রি ধান ৭৫ বিঘা প্রতি প্রায় ১৮ মন ধান উৎপাদন হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট