কবি- মোঃ মজিবুর রহমান
অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক
চিকনাই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়
চাটমোহর,পাবনা।
স্যারের আঞ্চলিক ভাষায় নিজের লেখা কবিতা।
ডিকসির বিলের পাড়ে মোর বাড়ি গ্রাম পবাখালী
এই বিল হতে সামকইল পাখি ধরতাম হালি হালি।
বর্ষাকালে নয়া পানিতে বিল যাইত ভরিয়া
হোইলডুব আর সাঁতার কাটতাম বন্ধু বান্ধব লইয়া।
বেড়াইতে আসিতো নানা বর্ণের মৌসুমি পাখি
সৌন্দর্যের অপরুপ লীলায় জুড়াইত মোর আঁখি।
নানান রঙের ফুল ফুটিত সঙ্গে পদ্ম ফুল
শাপলা ফুলের সৌন্দর্যে মন হইত আকুল।
ডিকসি বিলের মাছের সুনাম পুর্ব থেকেই আছে
এখনো অনেক বাউতের দল মাছ ধরিতে আসে।
কই,জিওল,মাগুর মাছ আর রুই কাতলায় ভরা
মৌসুম বুঝিয়া মাছ ধরিতো জেলেরা ফেলে খরা।
আষাঢ় মাসে কই মাছ উজায়ে আসতো বাড়ির উপরে
সকালবেলা বৌ ঝিয়েরা ধরিতো মজা করে।
ডিকসি বিল ভর্তি ছিল শইল বোয়াল মাছ দিয়া
বর্ষাকালে মাছ ধরিতো জুত ও কুঁজ দিয়া।
ডিকসি বিলের চতুর পাশে গ্রাম ভরপুর
পবাখালী সোহাগবাড়ী কুয়াবাসী আর জগন্নাথপুর।
অলিপুর পার্শ্বডাঙ্গা খতবাড়ী বনগাঁও
ইরি ধানের বাহার দেখতে ডিকসি বিলে যাও।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট