সুরাইয়া শিরিন
ক্ষীণ গতিতে, কোথা থেকে এসে
আমার দুয়ারে উঁকি দেয়
সেই বিবর্ণ স্মৃতিগুলায়।
এ যেন হায়! সুরার মত্ততায়
সংগোপনে শুধু মনেরে জ্বালায়!
বছর বছরে এ দিনটি আসে
চিতার দহন জ্বালায়,
দোদুল্যমান জীবনকে মোর
ঠুকরে ঠুকরে খায়!
সব ব্যথা! সব কথা!
লেখা নাই ডাইরির পাতায়…
যত লেখা আছে এই মনের খাতায়
ফিরে এসে পড়ে যেও
চির চেনা গোধূলি বেলায়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট