এস এম মনিরুজ্জামান আকাশ
চাটমোহর,পাবনা থেকেঃ
পাবনা জেলার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের মুলগ্রাম ব্রিজের দক্ষিণ পার্শ্বের চিকনাই নদীর উত্তর পাড়ে মুলগ্রাম হাট অবস্থিত এবং হাটের পশ্চিম পাশে চিকনাই হাই স্কুল অবস্থিত। মুলগ্রাম ব্রীজের পাশের রাস্তা হয়ে পাঁচুরিয়া গিয়ে পাকা সড়কে মিশেছে। সড়কটির বর্তমান অবস্থা খুবই নাজুক। আজকে ১৯ অক্টোবর ঐ সড়কে গিয়ে সরেজমিনে দেখা যায়, মুলগ্রাম হাট ও হাই স্কুল সংলগ্ন অংশের সড়ক সম্পূর্ণ চিকনাই নদীতে ভেঙ্গে গেছে। সড়কটির কিছু অংশ এইচবিবি বা ইট বিছানো হলেও সেই সব ইট উঠে রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের বটতলা অংশ (বৃহৎ অংশ) ভেঙ্গে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। মুলগ্রাম হাটের কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায় যে,অনেক দিন হলো সড়কটি ভেঙ্গে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে।কিন্তু সড়কটির উন্নয়ন সংস্কার বা পাকা করণের কোন পদক্ষেপই নিতে দেখা যাচ্ছে না সংশ্লিষ্ট মহলের লোকজনদেরকে । সড়কটিতে ঐ এলাকার (পাঁচুড়িয়া-কাঠালবাড়ীয়া
হোগলবাড়ীয়া গ্রামের) মানুষজন নিয়মিত যাতায়াত করে থাকে। এ সড়কে ভ্যান,সাইকেল নিয়ে যাওয়া যায় না। পন্য সমগ্রী মাথায় পরিবহন করতে হয়।
জরুরী ভিত্তিতে সড়কটির মেরামত সংস্কার উন্নয়ন ও পাকা করনের যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে হস্তক্ষেপ কামনা করা যাচ্ছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট