মোহাম্মদ শফিউল্লাহ (মিয়া ভাই)
নামাজ হচ্ছে বেহেশতের চাবিকাঠি,
নামাজ জীবনকে করে পরিপাটি।
মানুষ কে তৈরি করেছিল দিয়ে মাটি,
নামাজ মানুষকে করে পরিপূর্ণ খাঁটি।
নামাজ বিপদ-আপদের ঢাল-তলোয়ার,
নামাজে মিলবে মহান আল্লাহর দিদার।
নামাজের মধ্যে রয়েছে অফুরান শান্তি,
পরখ করে দেখ,এ কথা নয় ভুল ভ্রান্তি।
নামাজে মিলবে রহমত বরকত পরম শান্তি,
নামাজে নাই কোন লোকসান নাই ক্লান্তি।
নামাজ হচ্ছে সকল এবাদতের মূল,
এই কথাটি ধ্রুব সত্য একেবারে নির্ভুল
নামাজ সকল এবাদত এর সেরা বন্দীগি,
নামাজের মাধ্যমে পাবে মহৎ জিন্দেগি।
কি জবাব দিবে নামাজ বিহীন পরপারে,
কি জবাব দিবে হাশরের মাঠে বিধাতারে।
নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে,
এসো সকল মুসলিম নত করি শির।
শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি,
জয়ী হবো আমরা সকল মুসলিম বীর।
মাটির তৈরি আমরা মানব জাতি,
মাটিতে একদিন যাবো আমরা মিশে।
আল্লাহর এবাদত বন্দেগিতে থাকলে মশগুল,
ইনশাআল্লাহ জান্নাতে যাব আমরা বীরের বেশে।
সেনবাগ নোয়াখালী।।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট