আহসান হাবীব নাহিদ
স্টাফ রিপোর্টার :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা উৎসবের মহা অষ্টমীতে গাইবান্ধার সাদুল্লাপুর কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর ২রা কার্তিক ১৪৩০ (বাংলা) রবিবার সাদুল্লাপুর কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরের উদ্যোগে দুপুর ২টায় এ কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
বিশ্ব শান্তি কল্পে শরতের আমেজ নিয়ে শিশির সিক্ত আনন্দ মুখর পরিবেশে ধরাধামে পর্দাপনের আনন্দে দূর্গা দেবীর শ্রীচরণে ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা।
কেন্দ্রীয় বারোয়ারী মন্দির কমিটির সভাপতি তরুন চন্দ্র সরকারের সভাপতিত্বে মন্দির পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব।
এছাড়াও উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার বর্মন, যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক তাপস কর্মকার, সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার, প্রধান পূরোহীত ননী গোপাল চক্রবর্তী প্রমূখ সহ বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নের মোট ১০৮ পূজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব উদযাপন করা হচ্ছে। এর মাঝে একমাত্র অষ্টমীতে সাদুল্লাপুর কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। একইদিনে বিকাল ৫টা থেকে সন্ধিপূজার আয়োজন করা হয়েছে বলে জানান মন্দির কমিটি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট