নিজস্ব প্রতিনিধি এস এম মনি সরকার :
জেনে আনন্দিত হবেন যে, মাটির মা ফাউন্ডেশন বয়স্ক মুসলিম মায়েদের জন্য যে আরবি শেখার ক্লাস করেছিলো বিভিন্ন এলাকায় সেখানে আজকের হিসেবে ৭৮৬ জন শিক্ষার্থী কুরআন শরীফ হাতে নিয়েছে এবং তারা সহীহ্ ভাবে পড়তে জানে। হাফেজ আলমগীর এবং হাফেজ আলেয়া বেগমের মাধ্যমে তাদের শিক্ষাদান কার্যক্রম শুরু করেছিলাম গত ২ বছর আগে। এখন আমাদের এই ক্লাস টি গ্রাম বাংলায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কেননা আরবি পড়া জানতো না তারা এখন পড়তে পারে। সেই সাথে নামাজ পড়া ও অন্যান্য নিয়মগুলো আমরা শিখিয়ে থাকি।
এরই ধারাবাহিকতায় “মাটির মা মাদরাসা ও ইয়াতিমখানা কমপ্লেক্স ” এর কাজ চলমান রেখে তা আবার বন্ধ রাখা হয়েছে । সময় সুযোগ ও মার্চের সম্মেলনের পরেই তা আবার শুরু করা হবে।
বর্তমানে ৭ টি এলাকায় এই ক্লাস চলমান রয়েছে। উল্লেখ্য যে, পবিত্র কোরআন শরীফ হাতে নেবার পর আমরা মাটির মা ফাউন্ডেশনের পক্ষ থেকে তা দিয়ে থাকি।
এবং আজকের নোটিশ পেলাম নতুন শিক্ষার্থীদের জন্য এখন পবিত্র কোরআন শরীফ লাগবে ১৯ পিস তারা সদ্য হাতে নিবেন৷ আমরা যারা আছি তারা সবাই এখানে যেন অংশগ্রহণ করি। আপাতত এক বা দুই পিস করে কোরআন শরীফ দিয়ে সাথে থাকুন এই সুন্দর কাজের। চাইলে কিনে পাঠাতে পারেন নতুবা হাদিয়া। ধন্যবাদ ।
যোগাযোগ
মতিয়ারা মুক্তা
পরিচালক
মাটির মা বয়স্ক মহিলা মাদরাসা
01300665134
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট