দৈনিক খবর পদ্মা সেতু অনলাইন ডেস্ক
যশোরের আম্বিয়া বেগম
চৌগাছা উপজেলার মশিউরনগর গ্রামের মোস্তফা জামান এর স্ত্রী। এক সময় হাঁস -মুরগী পালন করতেন। তবে অভাবের সংসারে বাড়তি আয়ের আশায় শুরু করেন মাছ চাষ। নারী হওয়ার দরুন মাছ চাষে প্রতিনিয়ত কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তাকে। যেমন কোন পণ্য কিনতে ঠিকমতো বাজারে যেতে না পারা, প্রয়োজনের সময় ডিলার, রিটেইলার বা LSP দের ঠিকমত না পাওয়া। যার ফলে প্রত্যাশা অনুসারে লাভ হয় না। তারপর একদিন তার এলাকায় OneFish App Promotional courtyard event এ অংশগ্রহণ করে OneFish app er কথা জানতে পারেন। তিনি জানান তার মাছ চাষের জীবনে OneFish app ব্যাপক সুবিধা নিয়ে এসেছে। তিনি বলেন, একজন নারী হওয়ার কারণে তার মাছ চাষের প্রয়োজনীয় পন্য সামগ্রি কিনতে আগে অনেক সমস্যায় পড়তে হতো।কিন্তু OneFish app এ থাকা পন্য কিনুন অপশনে থাকা মাছের ফিড ডিলার, রিটেলারের তালিকা দেখে খুবই সহজে মাছের খাবার কিনতে পারছেন, পাশাপাশি পোনা বিক্রেতার তালিকা দেখে খুবই সহজে পোনাও ক্রয় করতে পারছেন। এ জন্য নারী হওয়ার জন্য আগের মতো কোন সমস্যায় পড়তে হচ্ছে নাহ। তিনি আরো বলেন OneFish app এ থাকা তথ্য ভান্ডার থেকে প্রাজাতি ভিত্তিক মাছ চাষ সম্পর্কে সামগ্রিক ধারণা পাচ্ছেন যা তার মাছ চাষের ব্যাপক পরিবর্তন এনেছে। তার মতে OneFish app প্রত্যেকটা মাছ চাষির জন্য আর্শিবাদ হিসাবে কাজ করবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট