কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় হরতালবিরোধী শান্তি মিছিল নিয়ে বের হওয়ার পর বুকে হঠাৎ ব্যথা অনুভব করে বিল্লাল হোসেন নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার সকালে নগরীর কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বিল্লাল হোসেন কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাজিম।
তিনি জানান, বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে একটি শান্তি মিছিল নিয়ে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় আসেন। এ সময় বিল্লাল হোসেনের বুকে হঠাৎ ব্যথা অনুভব করে তিনি ঢলে পড়েন। পরে তাকে সেখান থেকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট