যশোর শহরের পূর্ববারান্দীপাড়ায় এক যুবক গলায় ফাস দিয়ে আত্যোহত্যা করেছে। এ খবর শুনে তার প্রেমিকা (১৪) হাত কেটে ও তুতে খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার সকালে যশোর মডেল থানার এস আই বিমান তরফদার এ খবর নিশ্চিত করেন।এ ঘটনা রবিবার ঘটে তার বাড়ি পূর্ববারান্দীপাড়া বউ বাজার এলাকার তোরাব আলী ফরাজের ছেলে মহিম হোসেন ফরাজি (১৭) তার প্রেমিকাও একই এলাকার বাসিন্দা। মহিম ৬ তারিখ তার প্রেমিকার সাথে দেখা করতে তার বাড়ির সামনে জান। প্রেমিকার আত্বীয় সজনেরা তাকে মারপিট করে তাড়িয়ে দেয়। পরে এ অপমান শয্যকরতে না পেরে বাড়িতে ৭ আগষ্ট কাঠাল গাছের সাথে গামছা পেচিয়ে গলায় ফাস দিয়ে আত্যো হত্যা করে। দুপুরে খবর শুনতে পেরে সেও বাড়িতে আত্যোহত্যার চেষ্টা করলে তাকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করা হয়।এসআই বিমান তরফদার বলেন ঘটনা শুনার পর সেখানে পুলিশ পাঠিয়ে লাশ হাসপাতালের মর্গে এনে ময়নাতদন্তের শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পরিবারের দাবি প্রেমসংঘঠিত কারনে সে আত্যোহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট