গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ীতে হরতাল বিরোধী মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংঠনের নেতাকর্মীরা।
রোববার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় চৌমাথা মোড় থেকে একটি মিছিল বের হয়।
মিছিলটি রংপুর-ঢাকা মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে হরতাল বিরোধী নানা স্লোগটন দেওয়া হয়।
পরে চৌমাথা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম সারোয়ার প্রথম বিপ্লব, উপজেলা যু্বলীগ ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহামুদ তাপস,
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মামুন অর রশিদ সুমন প্রমুখ।
এতিকে, হরতাল চলাকালে সকাল থেকে অফিস-আদটলত, দোকানপাট খোলা থাকলেও দূর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি। রিকশা-ভ্যান, ইজিবাইক চলাচল ছিল স্বাভাবিক।
পলাশবাড়ী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, হরতাল চলাকালে দুপুর দেড়টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট