নিজস্ব প্রতিবেদক
যশোরে হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।রবিবার (২৯ অক্টোবর) জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। তারপর দড়াটানা, চিত্রামোড়, চৌরাস্তাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, উপদেষ্টা আবুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি, সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, শ্রম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের সদস্য জবেদ আলী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপ-প্রচার সম্পাদক তৌহিদুর রহমান শাহীন, জেলা যুবলীগের সদস্য এস এম রবি সিদ্দিকী, শহর আওয়ামী লীগ নেতা তোফায়েল হোসেন, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মীর আজাদ, সদর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক নাজিম হোসেন বাহাদুর প্রমুখ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট