নিজস্ব প্রতিবেদক
যশোর প্রেসক্লাবে শহিদ ৩ সাংবাদিকের নামে নামকরণ করা হলো ৩টি হল
প্রেসক্লাব যশোরের তিনটি হল শহিদ তিন সাংবাদিকের নামে নামকরণ করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টায় শহিদ পরিবারের সদস্যরা হলগুলির নামফলক উম্মোচন করেন।শহিদ পরিবারের সদস্যদের পক্ষে দৈনিক রানার ও গণমানুষ পত্রিকার প্রকাশক সম্পাদক শহিদ গোলাম মাজেদের পক্ষে তার পুত্র রানার পত্রিকার সম্পাদক কবিরুল আলম দীপু,রানার পত্রিকার শহিদ সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের সহধর্মিনী হাফিজা আক্তার শিরীন, জনকন্ঠ পত্রিকার সাংবাদিক শহিদ শামসুর রহমান কেবলের মাতা খায়রুন্নেসা, প্রেসক্লাব যশোরে তিনটি হল রুমের নাম ফলক এর শুভ উদ্বোধন করেন।
পরে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে এক নামকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।নামকরণ সভায় বক্তব্য রাখেন শহিদ সাংবাদিক শামসুর রহমানের ছোট ভাই সাংবাদিক সাজেদ রহমান, শহিদ সাংবাদিক গোলাম মাজেদের ছেলে আরএম কবিরুল আলম দীপু, শহিদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুলের সহধর্মিনী হাফিজা আক্তার শিরীন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট