চলতি বছরের এস এস সি দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সোমবার (৮ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার্থীদের ১৩ নির্দেশনা দেয়া হয়েছে।মাদরাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। আর শেষ হবে ৩ অক্টোবর। এরপর ব্যবহারিক পরীক্ষা ১০ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর শেষ হবে।আলাদা সময়সূচিতে পরীক্ষা হলেও সাধারণত প্রতিবছর এসএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার শুরুর দিনটি একই থাকে। কিন্তু এবার দাখিলের সময়সূচি ঘোষণা হলেও এসএসসির সময়সূচি এখনো ঘোষণা হয়নি।উল্লেখ্য, সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। তবে এ বছর ১৯ জুন শুরুর কথা থাকলেও সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
পরীক্ষার সূচি
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট