নিজস্ব প্রতিবেদক
যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি জাহাঙ্গীর কবির (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিকেলে কারাগার থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার হাসিব মোহাম্মদ আলী হাসান মৃত ঘোষণা করেন।জাহাঙ্গীর কবির শহরের কারবালা এলাকার মৃত আসাদ আলীর ছেলে। তিনি শহরের এইচএমএম রোডের জনতা সুপার মার্কেটের ব্যবসায়ী ছিলেন। চেক জালিয়াতি মামলায় তিনি কারাগারে ছিলেন।
মৃতের ছেলে সামিউল কবির আলভী জানান, ১৯ জুলাই চেক জালিয়াতি মামলায় তার বাবার এক বছরের সাজা হয়। ওই মাসেই তিনি আত্মসমর্পণ করেন। ১২ অক্টোবর কারা কর্তৃপক্ষ ফোন করে জানায়, বাবা অসুস্থ, তার ডায়রিয়া হয়েছে। তখন থেকে কারা হাসপাতালে তিনি কয়েকদিন পরপর ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় কারা কর্তৃপক্ষের কাছে উন্নত চিকিৎসার জন্য আবেদন করা হলেও তা আমলে না নিয়ে শুধু স্যালাইন দিয়ে হাজতে পাঠায়।সামিউল কবির আলভী আরও বলেন, কারা বিভাগ যদি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সঠিক চিকিৎসার ব্যবস্থা করতেন, তাহলে তিনি মারা যেতেন না। এখানে কারা চিকিৎসক ও কারারক্ষীদের অবহেলা ছিল। আর তাদের কারণেই আমার বাবা মারা গেছেন। আমি এর বিচার চাই
যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান বলেন, বিকেল পৌনে ৪টার দিকে মৃত অবস্থায় কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে আসে। ময়নাতদন্ত শেষ হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট