নিজস্ব প্রতিনিধি :
নরসিংদী সদর উপজেলায় দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটের একটি অংশে আগুন লেগেছে। রোববার রাত ১১টার দিকে শেখেরচর-বাবুরহাটের ইনডেক্স প্লাজাসংলগ্ন ফলপট্টিতে আগুনের সূত্রপাত হয়।
রোববার দিবাগত রাত দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এরই মধ্যে আগুন শতাধিক দোকানে ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুনের খবর পেয়ে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে যোগ দেয় পলাশ ও ঘোড়াশালের আরও তিনটি ইউনিট। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সাদেকুল বারি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
শেখেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, ‘রোববার ছিল হাটের শেষ দিন। এই সপ্তাহের মতো ব্যবসা-বাণিজ্য শেষে ব্যবসায়ীরা মালপত্র গুছিয়ে বাড়ি ফিরেছিলেন। এরই মধ্যে এমন ঘটনা কীভাবে ঘটল, বোঝা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভাতে কাজ করছেন।’
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট