নিজস্ব প্রতিবেদক
বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছ
যশোরে বাস মালিক ও পরিবহন
শ্রমিক সংগঠন গুলো। বিএনপি-জামায়াত আহুত আজকের সড়ক পথ অবরোধে যশোরাঞ্চলে সব ধরনের বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অবরোধের মধ্যে চালাতে গিয়ে কোনো বাস ক্ষতিগ্রস্ত হলে তার দায়দায়িত্ব নিয়ে ক্ষতিপূরণ দিবে জেলা আওয়ামী লীগ। অবরোধের মধ্যে রাস্তায় নিরাপত্তায় থাকবে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ।
বিএনপি ও জামায়াত আজ, কাল ও পরশু সারাদেশে তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এ ঘোষণায় বলা হয়েছে, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের হাজারো নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।এ অবস্থায় যশোরাঞ্চলের সব রুট দিয়ে বাসসহ অন্যান্য পরিবহন চলাচল করবে। সোমবার জেলা আওয়ামী লীগ ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সকাল থেকেই সকল পরিবহন চলাচল করবে। পরিবহন চলাচলে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতা করবেন। পুলিশের কড়া নিরাপত্তায় চলাচল করবে এসব পরিবহন। বৈঠকে মালিকপক্ষ এসব শর্ত মেনে পরিবহন চালাতে সম্মত হন।
বৈঠকে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, ইন্টারডিস্ট্রিক বাস সিন্ডিকেট-আইডিবিএস যশোরের সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া, যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক অসীম কুন্ডু, যশোর বাস মলিক সমিতির সাধারণ সম্পাদক এএসএম চাকলাদার, সীমান্ত পরিবহন বাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চান্দু, খাজুরা বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু, যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ বিশু, যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক শাহিন কবির, যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন, যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বাবু ও যশোর বাস মলিক সমিতির প্রচার সম্পাদক অসীম দত্ত।
মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক অসীম কুন্ডু বলেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত বৈঠকে অবরোধের মধ্যে গাড়ি চালানোর সিদ্ধান্ত হয়েছে। এদিন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পুলিশ রাস্তায় নিরাপত্তা দেবে। একইসাথে পরিবহনের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হলে আওয়ামী লীগ নেতারা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। এ কারণে রাস্তায় গাড়ি নামাবেন বলে জানিয়েছেন অসীম কুন্ডু।
এদিকে, যশোর বিএনপির নেতারা বলেছেন, হরতালের মতো অবরোধ পালন করবে দেশের সাধারণ মানুষ। বিএনপি নেতাকর্মীরা মাঠে থেকে কর্মসূচি পালন করবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, বিএনপির অবরোধে বাস বন্ধ থাকবে না। বিএনপিকে মাঠে দাঁড়াতে দেয়া হবে না। পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে বাস চলাচল করবে। তাছাড়া, কোনো ক্ষয়ক্ষতি হলে তারা দেখবেন বলে আশ্বাস দিয়েছেন
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট