নিজস্ব প্রতিবেদক
বিএনপির ডাকা অবরোধে যশোর রেলস্টেশনে মানুষের ভিড়
যশোরে বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনে রেলস্টেশনে ছিল মানুষের ব্যাপক ভিড়। যশোর থেকে দূরপাল্লার রুটের বাস চলাচল বন্ধ থাকায় মানুষ ট্রেনযোগে তাদের গন্তব্যে চলাচল করে।
মঙ্গলবার সকাল থেকেই যশোরের দূরপাল্লার রুটে কোন যানবাহন ছেড়ে যায়নি। তবে ছোট যানবাহন শহরের বিভিন্ন রুটে যাত্রী নিয়ে চলাচল করেছে। এদিন যশোরের চিত্র ছিল স্বাভাবিক। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্নস্থানে বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল করেছে।শহরের মনিহার বাসস্ট্যান্ড, মুড়লীমোড়, চাঁচড়া চেকপোস্ট, পালবাড়িমোড় ও খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি ব্যাপক তৎপরতা ছিল। শহর ও শহরতলীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া, শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ প্রহরারত ছিল। এদিকে, যশোর থেকে দূরপাল্লার রুটের বাস চলাচল বন্ধ থাকায় মানুষ বিকল্প হিসেবে ট্রেনকে বেছে নিয়েছে। এ কারণে তারা সকাল থেকেই বেলস্টেশনে ভিড় জমায়। ফলে স্টেশনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। তারা জরুরি প্রয়োজনে দূরের যাত্রায় বিকল্প হিসেবে ট্রেনকে বেছে নেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট