নিজস্ব প্রতিবেদক
বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধের প্রথম দিনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। শহর ও শহরতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ডিউটিরত রয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই যশোরের দূরপাল্লার রুটে কোন যানবাহন ছেড়ে যায়নি। তবে ছোট যানবাহন শহরের বিভিন্ন রুটে যাত্রী নিয়ে চলাচল করেছে। এদিন যশোরের চিত্র ছিল স্বাভাবিক। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্নস্থানে বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল করেছে।শহরের মনিহার বাসস্ট্যান্ড, চাঁচড়ামোড়, খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি-জামায়াতের কোন কর্মী বা পিকেটিং দেখা যায়নি। এসময়ে এসব স্থান থেকে যাত্রীবাহী বাস সময় অনুযায়ী চলাচল করেনি। ফাঁকে ফাঁকে দু’একটি বাস ছেড়ে গেছে। তবে কিছু সংখ্যক ট্রাক ও ছোট যানবাহন সিএনজি, মিনি ট্রাক ও ইজিবাইক চলাচল করেছে। মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিক। সরকারি চাকরিজীবী ও সাধারণ মানুষ জরুরি প্রয়োজনে সিএনজি বা ইজিবাইকে চড়েই তাদের গন্তব্যে চলাচল করেছে।
শহরের মনিহার বাসস্ট্যান্ড, মুড়লীমোড়, চাঁচড়া চেকপোস্ট, পালবাড়িমোড় ও খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি ব্যাপক তৎপরতা ছিল। শহর ও শহরতলীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া, শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ প্রহরারত ছিল। যে কোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় তারা প্রস্তুত ছিল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট