সংবাদদাতা: এস এম মনি সরকার
বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার কার্যকরী পরিষদের জরুরী সভা ৩১ অক্টোবর সংসদ কার্যালয়ে মানিক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সংসদের ৩০ বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২ থেকে ৫ নভেম্বর ৪ দিন ব্যাপী আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলন ১৪৩০ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রাপ্ত আয় ব্যায় পর্যালোচনান্তে অনুমোদন পূর্বক ২ নভেম্বর বৃহস্পতিবার গোপালপুর শিশু শিক্ষা নিকেতন, পাবনায় সকাল ১১টা থেকে চিত্রাঙ্কন, ১২টা থেকে আবৃত্তি শিশু কিশোরদের শিক্ষামূলক প্রতিযোগিতা, ৩ নভেম্বর জাতীয় ৪ নেতা ও প্রয়াত জীবন সদস্যদের স্মরণে কবিতা সংসদ পাঠাগারে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা, ৪ নভেম্বর শনিবার সকাল ৯ টায় পাবনা প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা, সকাল ১০টা থেকে পাবনা জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী সমগ্র বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রান্তের সংস্কৃতিবানদের সমন্বয়ে বর্ণাঢ্য বাঙালি সাহিত্য সম্মেলন, প্রকাশনা উৎসব, গুণীজন সংবর্ধনা, কবিতা আবৃত্তি/পাঠ, খোলাচোখ স্মারক সম্মাননা প্রদান, সেমিনার, পুরষ্কার প্রদান আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৫ নভেম্বর রানা ইকো পার্ক এন্ড পিকনিক স্পট, পাবনায় সাহিত্য সফর ও চড়ু–ইভাঁতি, সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে অংশগ্রহণকারীদের সচিত্র জীবনী ও সাহিত্য সম্ভার নিয়ে খোলাচোখ শিরোনামে সম্মেলন স্মরণিকা প্রকাশ করা হবে। পাবনার সকল শিশু কিশোরদের ২ নভেম্বর আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সর্বস্তরের সংস্কৃতি অনুরাগীদের ৪ নভেম্বর সাহিত্যের মিলনমেলায় যোগদান করার জন্য কবিতা সংসদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে। প্রতিযোগীতায় অংশগ্রহণে কোনরূপ ফি কিংবা আগে থেকে নাম তালিকাভূক্ত করার প্রয়োজন নেই।
অতঃপর পাবনার কৃতিসন্তান কবিতা সংসদের প্রতিষ্ঠাকালীন সদস্য সম্ভাবনাময়ী কবি, অভিনেতা ও চত্রচিত্র পরিচালক তারেক মাহমুদ এর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। গঠনতন্ত্র মোতাবেক আবেদন প্রাপ্তি সাপেক্ষে দীপক কুমার সরকার (বগুড়া) জীবন সদস্য নং ৩৫৯ ও মোঃ জালাল উদ্দিন (পাবনা) জীবন সদস্য নং ৩৬০ প্রদান করে সাহিত্য সম্মেলন সফল বাস্তবায়নে সবার সম্মিলিত সহায়তা কামনা করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট