নিজস্ব প্রতিবেদক
যশোরে অবরোধ কর্মসূচী থেকে ১৪ জন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকমীকে আটক করেছে পুলিশ। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানিযেছেন।তিনি জানান, অবরোধ কর্মসূচির শুরুতেই মুড়লী মোড় থেকে যশোর নগরের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সদরের ৯নং আরবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ইউনিয়ন যুবদলের সদস্য শরিফুল ইসলাম, জসিম উদ্দিন, নগরের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লিটন, ১৩ নং কচুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক ডাঃ মশিয়ার রহমান, ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, মহিলাদল নেত্রী নাজনীন, পাপিয়া, শিউলী, শিল্পী, ১১ নং রামনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদল নেতা অনিক হাসান অনি ও নগরের ৭নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি আমিনুর রহমানের পুত্র ছাত্রনেতা আপন রহমান সহ অন্ততঃ ১৪ নেতাকর্মীকে পুলিশ ও ডিবি আটক করে। এছাড়াও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করায় জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদের মটরসাইকেল ভাঙচুর করে সরকারদলীয় সন্ত্রাসীরা।
পুলিশ জানিয়েছে, বিএনপির অবরোধ চলাকালে নাশকতা এড়াতে পুরো জেলা ৯ শতাধিক পুলিশ সদস্য সতর্ক অবস্থানে আছে।এদিকে সকালে অবরোধ কর্মসূচি সফল করতে বিএনপি, যুবদল ও ছাত্রদল যশোর-বেনাপোল,যশোর-খুলনা ও যশোর-মাগুরা সড়কে মিছিল বের করে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট