নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশের ব্যাটি ব্যর্থতা যেন অবধারাতি। টানা ৫ হারের পর মঙ্গলবার ইডেন গার্ডেনে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল তারা। পাকিস্তানের বিপক্ষেও হল একই দশা।
বাংলাদেশের এমন টানা ব্যর্থতায় সামাজিক মাধ্যমেও ভক্তরা মেতেছেন নানা সমালোচনায়। বিশেষ করে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সেই সমালোচনাকে হাস্যরসে পরিণত করেছে। কারণ ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় বিশ্বকাপে বর্তমানে তলানিতেই রয়েছে বাংলাদেশের অবস্থান। পয়েন্ট টেবিলে টাইগাররা রয়েছে ৯ নম্বরে। তাদের একধাপ নিচে অবস্থান করছে ইংল্যান্ড।
পাকিস্তানের বিপক্ষে আরও একটি পরাজয় হয়তো দশ নম্বরে নিয়ে যেতে পারে বাংলাদেশ দলকে। বিষয়টি নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রসাত্মক স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।
যেখানে বাংলাদেশ দলের খেলোয়াড়দের উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘জীবন বাজী রেখে ছেলেগুলো ১০ নম্বর অবস্থানের জন্য খেলছে। সবাই হাত তুলে দোয়া করবেন।’
অভিনেতার এমন পোস্টের কমেন্টবক্সেও ভক্তরা বিভিন্ন মন্তব্য করেছেন। যেখানে একজন অবাক হয়ে প্রশ্ন ছুঁড়েছেন, ‘ভাই আপনিও?’
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট