নিজস্ব প্রতিনিধি :
ওপেনার তানজিদ তামিম, তিন নম্বরে ভরসা করে নামানো নাজমুল হোসেন শান্ত নাকি লিটনের অমন শট খেলে আউট হয়ে যাওয়া? কাকে রেখে কার কথা বলবেন! কারো নাম না নিয়ে মিরাজ তাই সহজ-সরল ভাষাতেই বললেন, ‘আমরা সবাই মিলেই খারাপ খেলছি।’ সবায় মিলে খারাপ খেলার ব্যাখ্যা আরেকটু বড় করে মিরাজ বলেন, ‘ওপরে রান আসছে না। মিডল অর্ডারে ইনিংস ধরতে পারছি না। টেল এন্ডে ফিনিশিং দিতে পারছি না। আসলে সব মিলিয়ে, সবাই মিলেই একসঙ্গে খারাপ খেলছি।’ পাকিস্তানের বিপক্ষে ২০৪ রান করে ৭ উইকেটে হারার পর সংবাদ সম্মলনে এসে একরকম হাত উচিয়ে আত্মসমর্পন করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
অবশ্য পাকিস্তানের সাংবাদিকদের করা প্রশ্নে তিনি জানিয়েছেন, ম্যাচে আড়াইশ’র মতো রান হলে হয়ত আরেকটু লড়াই করা যেত, ‘আসলে এমন লো স্কোরিং ম্যাচে বোলারদের সেভাবে করার কিছু থাকে না। আমাদের ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা দরকার।’
মিরাজের সামনে আসা একটি প্রশ্ন ছিল এমন– ইডেনে প্রায় ২৬ হাজার বাংলাদেশি সমর্থক এসেছিলেন। তাদের জন্য কতটা খারাপ লাগছে? উত্তরে সমর্থকদের পাশেই থাকতে বললেন মিরাজ, ‘জানি তারা কতটা কষ্ট পেয়েছে। আমাদেরও খারাপ লাগছে। তবে দেখুন তারা সব সময় আমাদের পাশেই থাকে। নেদারল্যান্ডস ম্যাচের পরও দেখুন আজ আমাদের খেলা দেখতে কত মানুষ এসেছে। খারাপ সময় কাটবেই একদিন।’দলের ওপর ভরসা রাখতেও বলেন তিনি, ‘ভরসা রাখুন, একদিন আমরা ঘুরে দাঁড়াবোই।’ দলের এই অবস্থার জন্য অবশ্য ভাগ্যকেও দায়ী করেছেন দলের এই মুখপাত্র, ‘কে কি বিশ্বাস করে আমি জানি না, তবে আমি ভাগ্যে বিশ্বাস করি। ভাগ্য আমাদের সঙ্গ দিচ্ছে না।’
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট