পাবনা থেকে এস এম মনি সরকার
পাবনার ঈশ্বরদিতে কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনায় ঈশ্বরদি রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় রেলের পক্ষ থেকে থানায় লিখিত এজাহার জমা দেয়ার পরই মামলাটি নথিভুক্ত করা হয়। এতে অজ্ঞাত পরিচয় উল্লেখ করে ৪০ থেকে ৪৫ জনের বিরুদ্ধে ট্রেনে নাশকতা পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদি রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুজ্জামান রুমেল।
এর আগে, গত বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টায় কলকাতা থেকে ছেড়ে আসার পর আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদি জংশন স্টেশনে যাত্রা বিরতি করে। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দিয়ে ঈশ্বরদি লোকশেড এলাকা অতিক্রম করার সময় দুর্বৃত্তরা ট্রেনে পেট্রল বোমা ও পাথর নিক্ষেপ করে । এতে ট্রেনটির ৭২১৯ নম্বর কোচের ডান পাশে আঘাত লেগে জানালার বাইরের অংশের গ্লাসের ক্ষতি হয়।হামলার পরপরই পাবনা জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট