এম বাদল খন্দকার, ব্রাক্ষনবাড়ীয়া জেলা সংবাদদাতা।
জাতীয় সংসদ ২৪৪ ব্রাক্ষনবাড়ীয়া ২ ( সরাইল আশুগঞ্জ) আসনের উপ নিবাচন ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। সরাইল আশুগঞ্জে দুই উপজেলা মাইকিং ও নিবাচনী সভা সমাবেশ জনসংযোগ করে যাচ্ছেন রাত দিন সমান ভাবে তারা। এ নিবাচন নিয়ে জনসাধারণের মুখামুখি হলে সবার বলেন এই উপনিবাচনে এিমুখী লড়াই হবে বলে সকলের ধারণা করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে মাঠে ঘুরে বেড়াচ্ছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ওনি সকলের কাছে বতমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরছেন ও আগামী ৫ নভেম্বর উপনিবাচন নৌকা মাকায় ভোট চাইছেন,অপর দিগে জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও দুইবারের সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এলাকায় ওনায় ১০ বছরের উন্নয়নের কথা তুলে ধরছেন ও আগামী ৫ নভেম্বর উপনিবাচন ওনাকে কলার ছড়ি মাকায় ভোট চাইছেন, লাঈল মাকায় নিয়ে মাঠে ঘুরে বেড়াচ্ছেন জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এডঃ আব্দুল হামিদ ভাসানী, এদের মধ্যে এিমুখী লড়াই হবে বলে আবাস পাওয়া গেছে। ব্রাক্ষনবাড়ীয়া ২ ( সরাইল আশুগঞ্জ)এই দুই উপজেলা মোট ভোটার হচ্ছেন, ৪১০১১২,সরাইল উপজেলা মোট ভোটার ২৬৬৫৯৭,আশুগঞ্জ উপজেলা মোট ভোটার হচ্ছেন ১৪৩৫০৫।মোট ইউনিয়ন ১৭ টি,সরাইল উপজেলা ৯ টি ইউনিয়ন নিয়ে গঠিত, আশুগঞ্জ উপজেলা ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপনিবাচনে কেন্দ্র হবে মোট ১৩২ টি,কক্ষ হবে ৮৭৯ টি,পুরুষ কক্ষ ৪৩০ টি,মহিলা কক্ষ ৪৪৯ টি,তাদের মধ্যে সরাইলে পুরুষ ভোটার ১ লক্ষ ৪২ হাজার ৩ শ ৩৬ জন,ও মহিলা ভোটার ১ লক্ষ ২ ৪ হাজার ২শ ৬০ জন। অপর দিকে আশুগঞ্জ উপজেলা মোট পুরুষ ভোটার ৭৫ হাজার ৮৭ জন, ও মহিলা ভোটার ৬৮ হাজার ৪ শ১৮ জন।এই আসনটিতে দীর্ঘ ২২ বছর পর নৌকা মাকায় পেয়েছেন, তাই দুই উপজেলা আওয়ামী লীগ নেতা কমিরা মরিয়া হয়ে উটেছেন রাত দিন প্রতিটি ভোটারের কাছে যাচ্ছে বতমান সরকারের উন্নয়ন মৃলক কথা তুলে ধরছেন ও নৌকা মাকায় ভোট চাইছেন, অপর দিগে স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পাটি প্রাথী সবাই সমান ভাবে জনসংযোগ করে যাচ্ছেন বিজয়ের আশায়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট