—-মো আসাদুল ইসলাম
নেতাদের কালো হাতে স্বদেশটা বন্দি
হরতাল ডাকে তারা করে না ফন্দি।
রাস্তাটা অবরোধ হরতাল হাঁকিয়ে,
গাড়িগুলো নাশে ওরা পেট্রোল পাকিয়ে।
হরতাল কাল হলে নাশকতা বিকেলে,
কত প্রাণ ঝরে গেল হরতালে একালে !
ইদানিং সকালটা কামানের মহরা
রোডো রোডে পুলিশে দেয় শুধু প্রহরা।
হরতাল হরতাল আজব এক শব্দ
হরতাল চলবে আর কত অব্দ ?
কত দিন মাস যায় কত নীতি খসিয়ে
হরতাল তবে কেন রেখেছো পুসিয়ে ?
হরতাল হরতাল আর কত চলবে?
এইবার জনগন ঠিক মুখ খুলবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট