কলমেঃ এস এম মনিরুজ্জামান আকাশ
(প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী(অনার্স)কলেজ,চাটমোহর, পাবনা।)
তুমিতো বেশ ভালোই আছো জানতে পেরেছি তাই-
তোমার মাঝেই রোজ প্রতিনিয়ত নিজেকে হারাই,
শৈশবে তুমি ছিলে আমার স্বজন এই প্রানের পড়শী-
ভালো তোমায় বেসেছি আনমনে নিরবে দিবানিশি!
তুমিতো এখন বসোনা যে আর আমার মুখোমুখি-
অজান্তে আড়ালে থেকেই দেখতে চাই যে তোমায় সুখী,
তুমি তো আছো দূুর গাঁয়ে বধূ রুপে সেজে ঘরনী-
দোওয়া করি হও চির সুখে সুখী রোজ রাজরাণী!
আমিতো বন্ধু করিনি গ্রহন এখনও সংসারে কোন দ্বার-
না দেখলে হৃদয় নয়নে তব পৃথিবী মনে হয় আঁধার,
শৈশব থেকে এ চিত্তের কুটিরে তোমার বসবাস-
একটি দিনও তোমায় ছাড়া দেখিনী ভাবিনী বাঁচার প্রয়াস!
তবুও আছি বেঁচে কষ্ট লুকিয়ে এ জীবনে হাসি মুখে-
করি মোনাজাত তব সুখে বুকের পাঁজরে দুঃখ ঢেকে,
তুমি ওগো অপ্সরা অনন্যা আমার কাব্য নীলিমায়-
এ মনের যত চাওয়া পাওয়া সবই তোমাতে ধায়!
তুমিতো কোন দিনও বুঝবেনা কভুও জানবেনা এ কথা-
তোমার বিরহে এ মরু বুকে জমে আছে কত ব্যথা,
কর্ম সন্ধানে ছুটি যখন তোমাকেই খুঁজে ফিরি-
তব প্রত্যাশায় এখনও রাত্রি গভীরে কাগজ কলম ধরি!
তুমি থাকো স্বামী গৃহে পরম সুখে সংসারে-
এই জীবনের যত পূর্ণ্য সবই দিলাম তোমার তরে,
স্বামীর বুকে পরম সুখে হও ওগো দীর্ঘায়ুবতী-
এ জীবনের যত চাওয়া-পাওয়া সবই তোমার প্রানের প্রতি!
তুমি অনন্যা সাদা কাঁশফুলের শুভ্রতা ধুব্রতা মেখে-
স্বামী ধনকে সবটুকু ভালোবাসা দিয়ে রেখো তৃপ্ত সুখে,
দোওয়া করো প্রাণ খুলে প্রতিদিন মোনাজাতে-
থাকি যেনো চিরন্তর সদা সর্বদা সত্য নায়ের পথে!
করি যেনো লোকের উপকার নিয়ম নীতি না মেনে-
লোকে যেনো ভালোবেসে আমায় নেয় তাদের বুকে টেনে,
এভাবেই যেনো করে যেতে পারি পার পৃথিবীর ক্ষুদ্র আয়ুরেখা-
জান্নাতের ঐ সুখের দিনে হয় যেনো তোমার সাথে দেখা!
তুমিতো বেশ ভালোই আছো তোমার সুখেই আমি সুখী-
চিরদিন অনুভবে প্রাপ্তী প্রত্যাশায় তোমাকেই যেনো সজীব দেখি,
এই বাসনা পূঁষি বুকে আজকের এই বিদায় ক্ষনে-
ভুলতে গিয়েও তোমাকে পারিনি ভুলতে হৃদয় মনে!
তুমি সুখে থেকো; বেশ ভালো থেকো ওগো অনন্যা-
ত্যাগ তিতিক্ষা সেবার প্রত্যয়ে ধন্য হও করি প্রার্থনা,
নীতি আদর্শের বলয়ে জীবন যেনো হয় মহান-
তুমি ভালো থেকো; সুখে রেখো হে আল্লাহ মহান……
(তারিখঃ ২৭ অক্টোবর ২০২৩ঈশায়ী,
সকালঃ ০৮:০০_০৮:৩০,
মহকক,চলনবিল,পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট