এম বাদল খন্দকার (সরাইল উপজেলা প্রতিনিধি( ব্রাক্ষনবাড়ীয়া)
ব্রাক্ষনবাড়ীয়া ২ ( সরাইল আশুগঞ্জ) নিবাচনী এলাকা থেকে দীর্ঘ ২২ বছর পর নৌকা মাকায় বিজয় পেয়েছেন সরাইল আশুগঞ্জ বাসী। সে বিজয়ে সরাইল উপজেলা ও আশুগঞ্জ উপজেলা সকলস্তরের নেতৃবৃন্দের আনন্দের উল্লাসে মেতে উঠেছেন।অনেক কষ্টের বিনিময়ে এই বিজয় পেয়েছেন সরাইল আশুগঞ্জ বাসী ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ, শ্রমিক লীগ সহ সকলের রাত দিন পরিশ্রম করেছেন তাদের দীর্ঘ দিনের আশা পুরণ করতে ও জননেত্রী শেখ হাসিনা কে ব্রাক্ষনবাড়ীয়া ২ আসনের নৌকায় বিজয় উপহার দিতে।সরাইল উপজেলা তে কলার ছড়ি জয়লাভ আশুগঞ্জে ভরাডুবি। সরাইল উপজেলা ফলাফলঃ এডভোকেট জিয়াউল হক মৃধা ( স্বতন্ত্র) কলার ছড়ি) ৩১৯৪০,ভোট, জহিরুল ইসলাম ( জুয়েল) ( জাকের পার্টির) ( গোলাপ ফুল) ১৬৮ ভোট, মোঃ আবদুল হামিদ ভাসানী ( জাতীয় পাটি জি এম কাদের) লাঈল ২৭৭২ ভোট, মোঃ রাজ্জাক হোসেন ( ন্যাশনাল পিপলস পার্টি) ( আম) ৬৭৩ ভোট, ও অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ( আওয়ামী লীগ নৌকা) ২৮৬২৬ ভোট। আশুগঞ্জ উপজেলা ফলাফলঃএডভোকেট জিয়াউল হক মৃধা ( স্বতন্ত্র) কলার ছড়ি ৫৮১৮ ভোট,জহিরুল ইসলাম ( জুয়েল) জাকের পার্টি ( গোলাপ ফুল) ৩৯৩ ভোট, আবদুল হামিদ ভাসানী ( জাতীয় পাটি জি এম কাদের) লাঈল ৩৭০ ভোট, মোঃ রাজ্জাক হোসেন ( ন্যাশনাল পিপলস পার্টি) আম ৬৬ ভোট, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ( আওয়ামী লীগ) নৌকা ৩৭৬৮৮ ভোট, দুই উপজেলা থেকে কলার ছড়ি স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধা মোট ভোট পেয়েছেন ( ৩৭৭৫৮) ভোট, নিকটতম প্রাথী নৌকা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু পেয়েছেন (৬৬৩১৪) ভোট, প্রায় (২৮৫৫৬) ভোট বেশি পেয়ে নৌকা বিজয় হন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট