কলমেঃ এস এম মনিরুজ্জামান আকাশ
(সুত্রঃ অ্যাডভোকেট আসমাউল হুসনা, রাজশাহী জেলা বার-কে উৎসর্গীত)
অকৃতজ্ঞ আমি চরম সীমা লংঘন কারীও বটে-
খুঁজিনি কে আমার আপন কে যে পর এই ভূতটে,
আমি আমাকেই ভাবিনা নিজের মাঝে-মাঝে আপন-
প্রত্যাশিত মুখোচ্ছবি না দেখেই করে যাই কালক্ষেপন!
ছিলাম না আগে এতটা বদমেজাজী খিটখিটে স্বভাবে-
বুঝি আজ তিলে-তিলে পড়েছি ভালোবাসার অভাবে,
যাদের প্রতি মন অভূক্ত প্রেমের দোলাচলে দোলে-
মুখোমুখি না বললেও ভালোবাসার কথা অপ্রকাশ্যে বলে!
যেতে চাই সামনে তোমার চাই বসতে চোখাচোখী-
বুঝেছি সুখ নেই অর্থ-বৃত্তে আকাঙ্খিত প্রেমে হয় সুখী,
প্রেয়সীর কাজল চোখে প্রেমে হাজার স্বপ্ন ফোটে-
হতভাগা প্রেমিকের কপালে প্রেম নয় অবজ্ঞা জোটে!
কত দিন কত রাত জেগেছি; ভেবেছি তোমার কথা-
তুমি হয়তো ভাবোনি বোঝনি অপয়া প্রেমিকের ব্যাথা,
নিজের চোখের দৃষ্টিসীমায় তোমাকেই খুঁজি ভালোবাসতে-
তুমিতো জানোনা যে কোন মুল্যে দেখতে চাই তোমায় হাসতে!
কত দিন দেখিনি তোমায় নিঃস্বরে তোমাকেই ভালোবাসি-
তাইতো নানান কথার ছলে তোমার পদপ্রাণে ফিরে আসি,
মন যে বড়ই যুক্তিবাদী সংগোপনেই
বলে ভালোবাসি-
স্বপ্ন হারা মন উচ্চস্বরে বলে কত দিন দেখিনি তোমার হাসি……
(তারিখঃ ৬ নভেম্বর’২০২৩ইং
রাতঃ ১২:৩০_০১:০০,
মহকক,চলনবিল,পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট