আবুল কালাম আজাদ
রানীশংকৈল ( ঠাকুর গাঁও) প্রতিনিধি ঃ-
রানীশংকৈল উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে উপজেলার ৫ জন ভিক্ষুকদের মাঝে ৬০ হাজার টাকা মূল্যের চার্জার ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ঠাকুরগাঁও ৩ জাতীয় সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ এর উপস্থিতে ভিক্ষুকদের মাঝে চার্জার ভ্যান গাড়ি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিউল মাড্ডি ,জাতীয় পার্টির রানীশংকৈল উপজেলার আহবায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ন আহবায়ক আবু তাহের,জাতীয় পার্টির নেতা আক্তারুল ইসলাম ,ইউপি সদস্য তোফাজুল, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট