কলমে: সরকার মনি
তারিখ: 09/11/2023
সময়কালঃ রাত ২টা বেজে ২০ মিনিট।
উৎসর্গ আমার বড় ভাই ইব্রাহিম ভাইকে
হৃদয় মাঝে আছে আমার একজনা,
দিবানিশি আগলে রাখে সেইজনা।
নিত্যনতুন স্বপ্ন দেখায় একজনা,
স্বপ্নগুলো পূরণ করে সেইজনা।
কষ্টগুলো ভাগ করে নেয় একজনা,
চোখ মুছিয়ে দুঃখ ঘোচায় সেইজনা।
সুখ সাগরে ভাসায় তরী একজনা,
স্বপ্ন মাঝে সুখের সারি সেইজনা।
অবসরে গল্প শোনায় একজনা,
চোখের ভাষা বোঝে কেবল সেইজনা।
বিরহ মাঝে সুরের কাঁপন একজনা,
মুখের হাসি বাঁচিয়ে রাখে সেইজনা।
সর্বোক্ষন মাতিয়ে রাখে একজনা,
সুখ সাগরে নিত্যদোলায় সেইজনা।।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট