ডাঃএসএম মনিরুজ্জামান আকাশ
(পরিচালক-
খোদেজা আহম্মদ দাতব্য চিকিৎসালয়,চলনবিল,পাবনা)
আমি সেবক; আমি মানব সেবক-
লোকে আমাকে ডাক্তার বলে ডাকে,
করি চিকিৎসা মানুষকে হতে রোগ শোক-
যদি মানবতা বোধে বিবেক জাগ্রত থাকে!
সকাল থেকে গভীর রাত অবধি-
আমি ছুটে বেড়াই মানুষের কল্যানে,
কভুও কখনও ছুটে যাই নাও ডাকে যদি-
আমার কর্ম-ধর্ম চেতনা অপরের প্রাণে।
মাঝে মাঝে সারা রাত্রি বাইরে কাটে-
ঘুম বিশ্রামের কথাও যাই ভূলে,
ভাবি! জন্ম হয়েছে মানুষের কল্যানে ভূতটে-
সান্ত্বনাও পাই মানুষের দোওয়া’য় মুক্ত দিলে।
সংসার করার কথা ভাবিনী কখনও-
ভেবেছি শুধু বিপদগ্রস্থ মানুষের তরে,
আসেনি সংসার গড়ার সময় এখনও-
রুগী রেখে সুখ পেতে পারি কি বাসরে!
আমি যান্ত্রিক মানুষ ভেতরেও বাইরে-
সেবক আমার নাম আমি সংসার বিহীন,
বুঝাবো কিভাবে মানুষকে কি বলে সংসারে-
কবে!আসবে কবে আমার সংসার গড়ার দিন…
(তারিখ:৫ই মার্চ ২০১০ঈশায়ী, মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ,কুয়াবাসী, চাটমোহর, পাবনা)
ডাঃএসএম মনিরুজ্জামান আকাশ
(পরিচালক-
খোদেজা আহম্মদ দাতব্য চিকিৎসালয়,চলনবিল,পাবনা)
আমি সেবক; আমি মানব সেবক-
লোকে আমাকে ডাক্তার বলে ডাকে,
করি চিকিৎসা মানুষকে হতে রোগ শোক-
যদি মানবতা বোধে বিবেক জাগ্রত থাকে!
সকাল থেকে গভীর রাত অবধি-
আমি ছুটে বেড়াই মানুষের কল্যানে,
কভুও কখনও ছুটে যাই নাও ডাকে যদি-
আমার কর্ম-ধর্ম চেতনা অপরের প্রাণে।
মাঝে মাঝে সারা রাত্রি বাইরে কাটে-
ঘুম বিশ্রামের কথাও যাই ভূলে,
ভাবি! জন্ম হয়েছে মানুষের কল্যানে ভূতটে-
সান্ত্বনাও পাই মানুষের দোওয়া’য় মুক্ত দিলে।
সংসার করার কথা ভাবিনী কখনও-
ভেবেছি শুধু বিপদগ্রস্থ মানুষের তরে,
আসেনি সংসার গড়ার সময় এখনও-
রুগী রেখে সুখ পেতে পারি কি বাসরে!
আমি যান্ত্রিক মানুষ ভেতরেও বাইরে-
সেবক আমার নাম আমি সংসার বিহীন,
বুঝাবো কিভাবে মানুষকে কি বলে সংসারে-
কবে!আসবে কবে আমার সংসার গড়ার দিন…
(তারিখ:৫ই মার্চ ২০১০ঈশায়ী, মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ,কুয়াবাসী, চাটমোহর, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট