(সুত্রঃ নিলু গোমেজ ছোঁয়া, তেজকুনিপাড়া/বরিশাল-কে উউসর্গীত)
এ হৃদয় আবেশে স্থিতি হারায়-
পায়না কুল কিনারা খুঁজে আজ,
আমি ভাবিনা আগে পাছে হিয়ায়-
গড়বো কি প্রেমে এ নগ্ন সমাজ!
কত কথা জাগে কইতে গেলে লাজে-
স্বপ্ন দেখি উচিৎ রঙে নয়নের ভাজে…
বাসতে লাগে মন আজ করি তা ওজন-
কত কালে দেখেছি তা আজোও দেখি,
আমার এ বিরহী কবি মন চায় স্থান নির্জন-
ভালোবাসা ছিলো বুকে তা পুষে রাখি!
বাসনায় জাগে পিপাসা বদ্ধ মনে বেশি-
পাইনি খুঁজে সাথী; যাকে বলবো ভালোবাসি…
স্বল্প শ্রমে পাবোনা প্রেম এ কথাও জানা-
বুননে নেই ভিত্তি কেমনে পাবো মন,
পাবো বলো কেমন করে হৃদয়ের ঠিকানা-
শুভ্রতায় অনাবিল মন পাইনি সে ক্ষণ!
মন মানেনা কেন তবুও এ অপারগতা-
নয়তো এ হৃদয়ের চাওয়া এ মহা ব্যর্থতা…
পারেনা ভীতু’রা ভালোবাসতে জানা হলো কথা-
ভীরু’তা পারিনি করতে বিচ্ছিন্ন এ মন হতে,
কুলুষিত হৃদয়ের স্বপ্ন সাধ মুক্ত বিরহ ব্যথা-
তবুও মন থাকে সর্বদা রিক্ততায় সর্বক্ষন মেতে!
যাবো বেসে ভালো দুর থেকে কত কাত-
ধরবো কবে ভাবি বসে হায় ভালোবাসায় হাল……
(রচনাকালঃ ১৭ই জুন’২০০৫ঈশায়ী,
রাতঃ ০৮:৩৭—-৪৫++৯:৫২—২৭-১০—১০:০৩,
মহকক)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট