স্টাফ রিপোর্টারঃ
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানবতার সেবায় এগিয়ে আসুন! আপনার সাহায্যে বাচঁতে পারে রফিক মিয়ার জীবন।
প্রতিটি মানুষ সুস্থ ভাবে পরিবার পরিজন নিয়ে সুন্দর ভাবে বাঁচতে চায়। দুনিয়ার কোনো মানুষই অসুস্থ হতে চায় না বা পরিবারের উপর বার্ডেন হতে চায়না। মানুষ ভাবে এক, আর হয় আরেক। রোগ, শোক, জন্ম, মৃত্যু এসব কোন কিছুর উপর মানুষের হাত নেই। আসলে মানুষ বড় অসহায়। আল্লাহ মানুষকে অসহায় করেই এ দুনিয়াতে পাঠিয়েছেন। সুস্থ থাকা কতো বড় নেয়ামত, সেটা অসুস্থ হলেই উপলব্দি করা যায়।
দুই মেয়ে এক ছেলে সন্তানের জনক রফিক মিয়া (৪১)। গত কয়েক বছর যাবৎ তাঁর পায়খানার রাস্তা ফুলা টিউমার সহ ব্যাথার যন্ত্রণা নিয়ে চলাফেরা করে আসছে। সে বসতে পাড়ে না, বাথরুম করতে পারে না এমনকি খুব মারাত্বক ব্যাথা সহ্য না করতে পাড়ায় কোন কোন সময় বেহুশ হয়ে পড়ে। সে বিগত কয়েক মাস পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেন। পরে চিকিৎসক উনাকে অপারেশন করাতে বললে ও অপারেশন করতে পারছেন না তিনি।
টাকার জন্য চিকিৎসা করাতে পারছেন না বলে জানান তিনি। চিকিৎসা না করাতে পারলে তার জীবন বাচাঁনো অসম্ভব।
পারিবারিক সূত্রে জানা যায়, রফিক মিয়ার দুই মেয়ে এক ছেলে সহ স্ত্রী তাঁকে এই রোগে আক্রান্ত হওয়ার পর ফেলে চলে যায়। দেখার মতো কোন আত্মীয়-স্বজন নেই তাঁর। তিনি মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহপুর (বাল্লা) এলাকার এক বোনের বাড়িতে আশ্রয় নিয়েছে। তার বোন অসহায়, হতদরিদ্র, ভিক্ষা করে পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেয়। তাদের ও সামর্থ্য নেই ভাইয়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করার মতো। এই জন্য রফিক মিয়াকে চিকিৎসার মাধ্যমে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য জরুরিভাবে টাকা একান্ত প্রয়োজন।
এমতাবস্থায় রফিক মিয়ার জীবন বাঁচাতে চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে না পেরে অসহায় হয়ে দেশের হৃদয়বান বিত্তশালী ব্যক্তিসহ সকলের নিকট জরুরিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে মানবিক আকুল আবেদন করেছেন তিনি।
যোগাযোগ বা সাহায্য পাঠানোর জন্য, রফিক মিয়া। মোবাইল (বিকাশ করা) 01865-257904
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট