কলমে: সরকার মনি
তারিখ: 15/11/2023
উৎসর্গ : উম্মে রোকাইয়াকে নিয়ে। যিনি আমার কলিক আবু রাসেলের একমাত্র কনিষ্ঠ রাজকন্যা।
শিশুরাই আমাদের,আগামী ভবিষ্যৎ।
দেখাতে হবে তাদের,সুন্দর বাধাহীন পথ।
শিক্ষার আলোয় শিশুরা,হবে জাতির দিশা।
হাতের কোমল পরশে,কাটবে অমানিশা।
শিশু মাত্রেই আছে,চঞ্চল নিষ্পাপ অন্তর।
তাই তো তারা ফুলের,কুঁড়ির মতো সুন্দর।
ফুল ছাড়া বাগান,দেখায় যেমন শূন্য।
শিশু ছাড়া আলয়,হয় না পরিপূর্ণ।
শিশুরা আনন্দদায়িনী,শিশুই মায়াময়।
ছোট্ট হাতের পরশে,জুড়ায় হৃদয়।
দুঃখহারিনী শিশুই ঈশ্বরের প্রেরিত দূত।
অমলিন ভালোবাসায়,নেই কোনো খুঁত।
সমাজে প্রতিনিয়ত শিশুরা,হচ্ছে নির্যাতনের শিকার।
বহু শ্রম করেও,পায় না অর্ধেক খাবার।।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট