মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুর ০৫ আসনের দলীয় মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, ও বর্তমান আওয়ামী মহিলা লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি আপা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ০৫ আসনে (কালীগঞ্জ,পুবাইল, বাড়িয়া সহ) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করেছেন মেহের আফরোজ চুমকি আপা।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির কাছ থেকে মেহের আফরোজ চুমকি, দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেন।
মেহের আফরোজ চুমকি এমপি তাঁর মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, ও বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সভাপতি একবারের মহুিলা ও শিশু বিষয়ক প্রতি মন্ত্রী ও তিনবারের এমপি হিসাবে সালে প্রথমবারের মতো গাজীপুর -০৫ আসনের বর্তমানে গাজীপুর আসনে আ’লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেন।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট