লাভলী আক্তার
গাজীপুর
একটু সময় ব্যায় করিও
পিতামাতার তরে,
ভালো রাখবে সেই শপথে
সোহাগ দিয়ো ভরে।
কতটা ব্যথা সহ্য করে
মা যে গর্ভে ধরে,
ভাবছো তুমি পেটে ধরে
কেমন কষ্ট করে?
চায়না হাড্ডি চায়না মাংস
চায় যে ভালোবাসা,
বৃদ্ধকালে পায় যেনো ঠাঁই
এটাই তাঁদের আশা।
ভুলেও তুমি কষ্ট তাঁদের
দিওনা কো কভু,
নাজাত তুমি পাবে না কো
শাস্তি দিবেন প্রভু।
পিতামাতা চায় না কিছু
দিয়ো শুধু ছায়া,
শেষ বয়সে যত্ন নিয়ো
বাড়িয়ে দিয়ো মায়া।
শরীর ভালো আছে কিনা
একটু খবর রেখো,
বৃদ্ধ কালের সময়টাতে
তাঁদের পাশে থেকো।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট